ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন বিমান বাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন বিমান বাহিনী প্রধান

ঢাকা: স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে সংবর্ধনার দিয়েছে বিমান বাহিনী।

সশস্ত্র বাহিনী দিবস-২০১৫ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) বিমান বাহিনীর ফ্যালকন হলে ২৪ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের হাতে উপহার সামগ্রী ও চেক তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার।



খেতাব প্রাপ্ত ২৪ জনের ছিলেন শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ এর স্ত্রী মিলি রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম, মরহুম এয়ার ভাইস মার্শাল এম খাদেমুল বাশার, বীর উত্তম এর স্ত্রী ফাতেমা জহুরা শিরিন বাশার, এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ বীর উত্তম,  গ্রুপ ক্যাপ্টেন (অব.) সামছুল আলম বীর উত্তম ও মাস্টার ওয়ারেন্ট অফিসার সৈয়দ রেজওয়ান আলী প্রমুখ।

অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।