ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের ঢাকা ত্যাগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের ঢাকা ত্যাগ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব

ঢাকা: শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মেরিটাইম কনফারেন্সে (২০১৫) যোগ দিতে বাংলাদেশের নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, এনডিসি, পিএসসি ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (২২ নভেম্বর) গোয়েন্দা পরিদফতর অপারেশন্স শাখার সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম নৌ প্রধানকে বিদায় জানান।

আগামী ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনব্যাপী শ্রীলঙ্কার গলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নৌ প্রধান, নৌ প্রতিনিধি, নৌ সমর বিশারদ ও নৌ পর্যবেক্ষকরা বক্তব্য রাখবেন।

শ্রীলঙ্কা সফর শেষে নৌ প্রধান আগামী ২৬ নভেম্বর দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।