ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক মাইলফলক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক মাইলফলক

ঢাকা: অন্যতম শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের ঘটনা বাংলাদেশের ৪৪ বছরের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক বলে মনে করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১।

রোববার (২২ নভেম্বর) সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



মুক্তিযুদ্ধ ৭১ মনে করে, দেশের শীর্ষ আদালতের রায়ে এ দুই কুখ্যাত যুদ্ধাপরাধীর শাস্তি জাতীয় কলঙ্ক মোচনের আরেক ঐতিহাসিক অধ্যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দেশপ্রেমের কারণে প্রায় অসম্ভব কাজ সম্ভব হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ওএইচ/এসএস


 
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।