ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বৈদেশিক মুদ্রার রিজার্ভে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বৈদেশিক মুদ্রার রিজার্ভে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

জাতীয় সংসদ ভবন থেকে: বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
 
রোববার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।


 
তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি ও দারিদ্র্য দূরীকরণে রেমিটেন্স প্রধান চালিকাশক্তি। রেমিটেন্সের উচ্চ প্রবাহের কারণে বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়।

** বর্তমান সরকার ব্যবসাবান্ধব
** ৩৯ বছরে বিদেশ গেছেন ৯৫ লাখ কর্মী
** দুদিন বিরতির পর অধিবেশন শুরু

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।