ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ী হত্যা মামলায় সিলেটে দুই সহোদরের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ব্যবসায়ী হত্যা মামলায় সিলেটে দুই সহোদরের যাবজ্জীবন ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলার পাথর ব্যবসায়ী জহির উদ্দিন হত্যা মামলার আসামি দুই সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড‍াদেশ দেওয়া হয়।



রোববার (২২ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

জহির উদ্দিন উপজেলার জুলাই গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে এবং  দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই উপজেলার সাউদ গ্রামের বড়হুনার ছেলে জাহাঙ্গীর ও আলমগীর।

আদালত সূত্র জানায়, পাথরের দরদাম করা নিয়ে ২০০৩ সালের ১৯ অক্টোবর জহির ও তার ভ‍াই জামিল উদ্দিনের সঙ্গে জাহাঙ্গীর ও তার সহোদর আলমগীরের বিবাদ হয়। জহির কম দামে পাথর বিক্রি করতে অস্বীকৃতি জানালে জোর করে আলমগীর-জাহাঙ্গীরসহ অজ্ঞাত পরিচয় ৪ থেকে ৫ জন পাথর কেড়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে মাথায় আঘাত করলে জহির জ্ঞান হারিয়ে নদীতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ত‍ার মৃত্যু হয়।

এ ঘটনায় জামিল বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর: ০৮/১০/০৩) দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. ছালাম ২০০৫ সালের ২৬ জুলাই এ ঘটনায় জাড়িত থাকার অপরাধে জাহাঙ্গীর, আলমগীর, আব্বাছ উদ্দিন, মুস্তাক উদ্দিন, ফায়াজ উদ্দিনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে দুই আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দুইজনকে যাবজ্জীবন এবং অন্য তিনজনকে মুক্তি দেওয়া হয়।

মামলায় রাষ্ট্র পক্ষে কৌশলী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মহসিন আলী।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।