ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ফেনীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করায় ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আ.লীগ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের দোয়েল চত্বরে সমবেত হয়।



সেখানে জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকমসহ নেতাকর্মীদের মিষ্টি খাইয়ে উল্লাস করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হান্নান, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শুসেন চন্দ্র শীল, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ছাত্রলীগ সভপতি এসএম সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।