ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঘোড়াঘাটে ৭৭ লাখ টাকাসহ দুই যুবক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ঘোড়াঘাটে ৭৭ লাখ টাকাসহ দুই যুবক আটক ছবি: প্রতীকী

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭৭ লাখ টাকাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঢাকা মহাসড়কের খেতাব মোড়ে খন্দকার বদরে আরেফিন ফিলিং স্টেশনের সামনে থেকে শাহিনুর ইসলাম (২৯) ও সবুজ (২৫) নামে ওই দুইজনকে আটক করা হয়।



এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পুলিশের ধারণা উদ্ধারকৃত টাকাগুলো হুন্ডির।


আটক শাহিনুর হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ও সবুজ একই এলাকার চেচড়া গ্রামের মহবুল ইসলামের ছেলে।

আটক শাহিনুর স্থানীয় সাংবাদিকদের জানান, হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি ব্যবসায়ী সাইফুল হাজি টাকাগুলো বগুড়া ইসলামী ব্যাংকে জমা করতে তাদের কাছে দিয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসঙ্গতিপূর্ণ তথ্য দেওয়ায় এগুলো হুন্ডির টাকা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।