ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ইয়াবা ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
টঙ্গীতে ইয়াবা ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের টঙ্গী থেকে ইয়াবাসহ মো. জয়নাল আবেদীন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র‍্যাব-১।  

রোববার (২২ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১’র এএসপি এ জেড এম তৈমুর রহমানের নেতৃত্বে টঙ্গীর বাসস্ট্যান্ড এলাকায় আবাসিক হোটেল চ্যানেল ইন্টারন্যাশনালে অভিযান চালায়।

এ সময় সাড়ে পাঁচশ’ পিছ ইয়াবাসহ জয়নালকে আটক করা হয়।

আটক জয়নাল কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া জাদিমুড়া এলাকার মৃত আব্দুল শুক্কুরের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে টঙ্গীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন জয়নাল।

রোববার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।