ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শুধু মেয়র ও চেয়ারম্যানরাই পাবেন দলীয় টিকিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
শুধু  মেয়র ও চেয়ারম্যানরাই পাবেন দলীয় টিকিট

জাতীয় সংসদ ভবন থেকে: শুধু মেয়র এবং চেয়ারম্যানদের দলীয় মননোয়নে নির্বাচনের প্রার্থী হওয়ার সুযোগ রেখে সংসদে তিনটি বিল পাস করা হয়েছে।

এতে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধু মেয়র এবং চেয়ারম্যানরা দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে পারবেন।


 
রোববার (২২ নভেম্বর) রাতে জাতীয় সংসদে পৃথক তিনটি বিল পাসের জন্য উত্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।  

বিলটিতে সংসদ সদস্য সেলিম উদ্দিন (সিলেট-৫), ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮), আব্দুল মতিন (মৌলভীবাজার-২) ‍©ও পীর ফজলুর রহমান (সুনামগঞ্জ-৪) সংশোধনী ও জনমত যাচাইয়ের প্রস্তাব তুলে ধরে বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী তাদের সেই যুক্তি গ্রহণযোগ্য নয় বলে তা নাকচ করে দেন। এরপর ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বিলটি পাসের প্রস্তাব কণ্ঠভোটে দিলে সর্বাধিক সদস্যের  ভোটে তা পাস হয়।  
 
সংসদে পাসকৃত তিনটি বিল হলো, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০১৫, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) সংশোধন আইন ২০১৫ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০১৫।
 
এরআগে গত ১৫ নভেম্বর শুধু মেয়র পদে নির্বাচনের বিধান রেখে ‘স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন ২০১৫’ পাস হয়।
এছাড়া সংসদীয় কমিটির সুপারিশ মোতাবেক গত ১৬  নভেম্বর কার্যপ্রণালী বিধির ৯৩ বিধি অনুযায়ী সংসদ থেকে জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৫ বিলটি প্রত্যাহার করে নেওয়া হয়।   চলতি অধিবেশনে গত ১১ নভেম্বর স্থানীয় সরকার (জেলা পরিষদ) সংশোধন আইন ২০১৫ বিলসহ চারটি বিল উত্থাপিত হয়।
 
আইনের ৩৮-ক দফা মোতাবেক শুধু নিবন্ধিত রাজনৈতিক দল এসব নির্বাচনে প্রার্থী মনোয়ন দিতে পারবে। এছাড়া এ আইনে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিতে পারবেন।
 
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতির ৩ অনুচ্ছেদে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জনগণ ও জনপ্রতিনিধিদের পক্ষ হতে সরাসরি অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবি উত্থাপিত হয়ে আসছে। জনগণের গণতান্ত্রিক এই প্রত্যাশার প্রতি গুরুত্ব প্রদান করে রাজনৈতিক দলগুলোর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে  স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে দলীয়ভাবে মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এতে প্রার্থীদের দায়বদ্ধতা সৃষ্টি হবে এবং যথাযথভাবে রাজনৈতিক অঙ্গীকার পালনের সুযোগ সৃষ্টি হবে।
 
বিলে ৪ অনুচ্ছেদে বলা হয়েছে, স্থানীয় সরকার আইনে নির্বাচনে প্রার্থীতার জন্য রাজনৈতিক দল কর্তৃক প্রার্থী মনোনয়নের সুযোগ নেই। এজন্য রাজনৈতিক দল মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করার বিধান সংযোজন প্রয়োজন। এজন্য আইনের ২ ধারায় রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর সংজ্ঞা সুনির্দিষ্ট করা প্রয়োজন। এছাড়া নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন পরিচালনার জন্য বিধি প্রণয়ণের প্রয়োজন।
 
দলীয়ভাবে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের বিধান যুক্ত করতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯, সিটি করপোরেশন সংশোধন আইন ২০১১ ও ২০১২, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ ও সংশোধন আইন ২০১০, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ)  আইন ১৯৯৮ ও সংশোধন আইন, ২০১১ আইনের ধারা ২ সংশোধন করাসহ আইনের অপরাপর ধারায় প্রয়োজনীয়  অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়।
 
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএম/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।