ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খেতাবপ্রাপ্ত ২৩ বীর সেনার সংবর্ধনা চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
খেতাবপ্রাপ্ত ২৩ বীর সেনার সংবর্ধনা চলছে ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা সেনানিবাস থেকে: প্রতি বছরের মতো এবারও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত ২৩ বীরকে সংবর্ধনা দিচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বাহিনীর পক্ষে সম্মানিত বীরদের সংবর্ধনা দিচ্ছেন।

 
 
সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান শুরু হয়েছে।
 
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ৩ বীরশ্রেষ্ঠ, ৩ বীরউত্তম, ৬ বীরবিক্রম এবং ১১ বীরপ্রতীক ও তাদের স্বজনদের হাতে উপহার তুলে দেবেন সেনাপ্রধান।
 
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধকালে এ বীরদের বীরত্বপূর্ণ অবদানের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
 
অনুষ্ঠানে সেনাসদরসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।  
 
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসকেএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।