ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে যাত্রীবাহী লেগুনা উল্টে আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
কমলনগরে যাত্রীবাহী লেগুনা উল্টে আহত ৮

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী লেগুনা উল্টে খাদে পড়ে ৮ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।



সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রামগতি-লক্ষ্মীপুর সড়কের গণিপুর (আন্দারঘর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ৮ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) সুজন কুমার রায় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।