ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পল্লবীতে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে লিজা আকতার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম শহীদ জানান, লিজা পল্লবীতে তার বাবা ফজলুর রহমানের সঙ্গে থাকতেন। সেখানে থেকে তার বাবা রাজমিস্ত্রীর কাজ করতেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই শহীদুল জানান, লিজার মা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। সেখানে তিনি আরেকটি বিয়ে করেছেন জানতে পেরে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লিজা।

‘এ ক্ষোভে বৃহস্পতিবারের কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ’

তিনি বলেন, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এজেডএস/আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।