ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ইবিএলের পেমেন্ট অনলাইন গেটওয়ে চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
ইবিএলের পেমেন্ট অনলাইন গেটওয়ে চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাস্টারকার্ডের মাধ্যমে গ্রাহকদের জন্য ‘ইবিএল স্কাইপে’ শীর্ষক অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানে নতুন এ সেবার উদ্বোধন করা হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান।

বেসিস সভাপতি শামীম আহসান বলেন, বাংলাদেশে ইদানিং ই-টিকেটিং (অনলাইনে টিকিট কেনা), এফ-কমার্স, অনলাইন বিল পেমেন্ট (অনলাইনে বিল পরিশোধ) ও ই-টেন্ডারিংয়ের (অনলাইনে দরপত্র আহ্বান ও এতে অংশগ্রহণ) প্রবণতা বাড়ছে।

‘এ পরিস্থিতিতে ইবিএল স্কাইপে সেবাটি অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। যাদের মধ্যে প্রতারণা ও জালিয়াতির শিকার হওয়ার ভয় রয়েছে তারা এখন মাস্টারকার্ডের প্রতি বেশ বিশ্বাসের সুবাদে মাস্টারকার্ড অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস নির্ভর এই সেবায় আস্থা পাবেন। ’

মাস্টারকার্ড ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক ভিকাস ভার্মা বলেন, বাংলাদেশে এখন ই-কমার্সের অভিযাত্রা শুরু হয়েছে। এটি গ্রাহকদের জন্য একটি নিরাপদ, সহজ ও স্বচ্ছন্দ্যময় সেবা। ফলে মার্চেন্ট বা ব্যবসায়ীরা গ্রাহকদের সঙ্গে এখন অনলাইনে খুবই সহজ ও নিরাপদ উপায়ে পণ্য-সেবা সংক্রান্ত লেনদেন সম্পন্ন করতে পারবেন।
 
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার বলেন, দেশের প্রথম ব্যাংক হিসেবে মাস্টারকার্ডের অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস কেন্দ্রিক স্কাইপে সেবাটি চালু করতে পেরে ইবিএল অত্যন্ত গর্বিত। এতে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকদের অনলাইনে লেনদেনের সবচেয়ে উপযোগী এবং নিরাপদ সেবা দিতে পারবো।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে ই-কমার্স: সাম্প্রতিক প্রবণতা ও সম্ভাবনা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের আহ্বায়ক ও আজকেরডিলডটকম-এর চেয়ারম্যান ফাহিম মাশরুর।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসইউজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।