ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অদ্রির যোগদানপত্র নিতে বুয়েটকে হাইকোর্টের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
অদ্রির যোগদানপত্র নিতে বুয়েটকে হাইকোর্টের নির্দেশ

ঢাকা: নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক হিসেবে মনোনীত নীলোপল অদ্রির যোগদানপত্র গ্রহণ করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে অদ্রির দায়ের করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।



রায় অনুযায়ী, সাত দিনের মধ্যে আদালতের এ নির্দেশনা পালন করতে হবে বুয়েটকে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী মনজুর আলম।

বুয়েটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান।

পরে মনজুর আলম বাংলানিউজকে বলেন, নিয়োগের সব কিছু ঠিকঠাক হওয়ার পরও নীলোপল অদ্রির যোগদানপত্র গ্রহণ করেনি বুয়েট। এরপর অদ্রি রিট  করলে হাইকোর্ট রুল জারি করেন। বৃহস্পতিবার রুলটি মঞ্জুর করেন হাইকোর্ট।

জানা যায়, বুয়েটের ওই বিভাগে গত বছরের ২১ জুলাই প্রার্থীদের নিয়োগে সাক্ষাৎকার শেষে নীলোপল অদ্রি ও মাশরুর রহমানকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

এরপর ৩১ ডিসেম্বর বুয়েটের সিন্ডিকেট নীলোপল অদ্রি ও মাশরুর রহমানের নিয়োগ চূড়ান্ত করে। ১০ জানুয়ারি তাদের নিয়োগপত্রও দেওয়া হয়।

দু’জনের মধ্যে মাশরুর বিভাগে যোগ দিয়ে ক্লাসও নিচ্ছেন। কিন্তু নিয়োগপত্র নিয়ে ১৮ জানুয়ারি নীলোপল যোগদান করতে গেলে তা গ্রহণ করেনি সংশ্লিষ্ট বিভাগ।

এরপর হাইকোর্টের দারস্থ হন অদ্রি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।