ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আনন্দ-আড্ডায় ‘পূর্বপশ্চিমবিডিডটকম’ উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আনন্দ-আড্ডায় ‘পূর্বপশ্চিমবিডিডটকম’ উদ্বোধন ছবি: সংগৃহীত

ঢাকা: কবিতা, কথা, গানে ও আনন্দ-আড্ডায় উন্মোচিত হলো নিউজ পোর্টাল ‘পূর্বপশ্চিমবিডিডটকম’। মঙ্গলবার (২৪ নভেম্বর) গুলশানের অল কমিউনিটি ক্লাবে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ঘিরে আনন্দ-আড্ডায় শুভ উদ্বোধন হয় পোর্টালটির।



ওইদিন রাত ১০টায় বরেণ্য অতিথি ও পূর্বপশ্চিম পরিবারের সদস্যদের নিয়ে পোর্টালের ফাস্ট লুক ও লোগো উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী  হাসানুল হক ইনু।

এ সময় আরও উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সাংবাদিক সালেহ চৌধুরী, পূর্বপশ্চিমবিডিডটকম’র প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান, পূর্বপশ্চিম ক্রিয়েটিভস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সারওয়ার রহমান প্রিন্স ও পোর্টালটির নির্বাহী সম্পাদক দীপু হাসান।

উপস্থিত ছিলেন- পোর্টালের উপদেষ্টা সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক ও কলামিস্ট খুজিস্তা নূর ই নাহারীন মুন্নী, লেখক শাকুর মজিদ, রাকসু’র সাবেক পত্রিকা সম্পাদক এবিএম জাকিরুল হক টিটন। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও নতুন এ পোর্টালের জন্য শুভ কামনার বার্তা পাঠিয়েছেন কলকাতার প্রবীন সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে অতিথিরা আসতে শুরু করেন। ৮টার মধ্যেই কমিউনিটি হলটি পরিণত হয় কবি, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বরেণ্য ব্যক্তিদের মিলনকেন্দ্রে।

খ্যাতিমান আবৃত্তিকার শিমুল মুস্তাফার কন্ঠে কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান সঞ্চালন করেন পোর্টালটির উপ সম্পাদক শরীফ তালুকদার। সঙ্গে ছিলেন জ্যোতি মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের এখন সৎ ও নির্ভীক সাংবদিকতার প্রয়োজন। নতুন নিউজ পোর্টালটি এই আকাঙ্খা পূরণ করবে বলে আমি বিশ্বাস করি।   বিচার-বুদ্ধি-বিবেকের ওপর দাঁড়িয়ে আমরা এ যুদ্ধে জয়ী হবোই।

অনুষ্ঠানের মধ্যমনি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, মুদ্রিত কাগজ বের করতে হলে বৃক্ষ নিধন করতে হয়। এটি পরিবেশ জন্য হুমকি। অনলাইন পরিবেশবান্ধব। এই সময়ের অন্যতম চাহিদা, যখন ঘটনা তখনই জেনে নেওয়া, যা পূরণ করছে অনলাইন।

বাংলাদেশের প্রতি গভীর প্রেম ও মুগ্ধতা প্রকাশ করে খ্যাতিমান এ লেখক বলেন, ভারত যদি কখনো আামাকে তাড়িয়ে দেয়, তা হলে বাংলাদেশ আমাকে আশ্রয় দেবে, ফিরিয়ে দেবে না।   

সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, পোর্টালটির নামের মধ্যেই বাংলা ভাষাভাষী মানুষকে সম্মান জানানো হয়েছে। আমার মনে হয় এই পোর্টালের মাধ্যমে আলোর পথ দেখবে বাংলা ভাষাভাষী সব মানুষ।

জুনাইদ আহমদ পলক বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে সারাবিশ্বে নিজেদের স্বাক্ষর রেখেছে। পূর্বপশ্চিমবিডিডটকম এই সাফল্যকে আরও এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, দেশে ৫ কোটি ৬০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন এবং দু’কোটিরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। সরকার গত ছয় বছরে তথ্যপ্রযুক্তির বিপ্লব ঘটিয়েছে। এই পোর্টালটি সেই সুফল নিয়ে শুধু পূর্ব-পশ্চিমই নয়, উত্তর-দক্ষিণ- সব দিক জয় করবে।

ব্যারিস্টার রফিক-উল হক বলেন, পূর্বপশ্চিম আমাদের সবার কথা বলবে। কোনো বিশেষ গোষ্ঠী বা দলের হবে না। প্রধান সম্পাদকের সেই প্রতিশ্রুতির প্রতিফলনের মধ্য দিয়ে এটি সবার প্রিয় হয়ে উঠবে।

সাংবাদিক গোলাম সারওয়ার বলেন, প্রিন্ট মিডিয়ায় পীর হাবিবুর রহমান যে অনবদ্য স্বাক্ষর রেখেছেন, তা এখানেও রাখবেন। কারণ সবসময় তার কাজে একটা স্বকীয়তা ও ব্যতিক্রমী চিন্তার প্রতিফলন দেখা যায়। এখানেও তার ব্যতিক্রম হবে না। তার হাত ধরে পোর্টালটি নতুন
পথ দেখাবে আমাদের।   

প্রবীন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী বলেন, চলার পথে হনুমানের হাতছানি থাকে অনেক। অনেকের মতো এখানে যেন কোনো পথভ্রষ্ট হওয়ার ঘটনা না ঘটে- সেই প্রত্যাশাই করি।

অনুষ্ঠানের শুরুতে পোর্টালটির প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান এটি নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং সবার সহযোগিতা চান। তিনি বলেন, সত্য প্রকাশে কোনো আপোষ নয়। আমরা সাদাকে সাদা ও কালোকে কালোই বলবো। নিরপেক্ষ সংবাদ বলে কিছু নেই। যা সত্য, তা-ই সংবাদ। আমরা যে কোনো কিছুর বিনিময়ে সে সত্যই তুলে ধরবো। কারো কাছে মাথা নত করিনি, করবোও না।

পূর্বপশ্চিমকে কিভাবে দেখতে চান- সে বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজমুল হুদাসহ উপস্থিত বিশিষ্টজনেরা। তারা পোর্টালটির জন্য শুভ কামনা জানান।

আড্ডায় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সায়ীদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, সংসদ সদস্য অপু উকিল, আওয়ামী লীগ নেতা শফিক আহমদ, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামীম, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের ছোট মেয়ে মাহজাবিন, ব্যারিস্টার তানজীব উল ইসলাম, সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ হেল কাইয়ুম। এসেছেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান, মনজুরুল আহসান বুলবুল, সৈয়দ ইশতিয়াক রেজা, জলিল ভুঁইয়া, মনজুরুল ইসলাম, নঈম নিজাম, প্রণব সাহা, মিথিলা ফারজানা, সামিয়া রহমান, ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তারসহ বিশিষ্টজনরা।

শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েল সামি, এসিআই’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, আইবিএস টেকনোলজি লিমিটেডের নির্বাহী পরিচালক মাহমুদুল হক শামীম, ইউনাইটেড এভিয়েশনের সিইও মোহাম্মদ আলী, মেট্টোনেটের সিইও সৈয়দ আলমাস কবির।

শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, বিএসবি গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম  কে বাশার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস।  

এসেছেন সাবেক ফুটবলার কায়সার হামিদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, পীযুষ বন্দোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, কবি অসীম সাহা, কথাসাহিত্যক নাসরিন জাহান, অভিনেত্রী মেহের আফরোজ শাওন প্রমুখ।

রাত ১০টায় লোগো উন্মোচনের পর শুরু হয় গান। হাছন রাজা ও রাধারমনের গান পরিবেশন করেন সেলিম চৌধুরী ও তুলিকা ঘোষ চৌধুরী।

নিউজ পোর্টাল ‘পূর্বপশ্চিমবিডিডটকম’ ১ ডিসেম্বর পাঠকদের জন্য উন্মোচন করা হচ্ছে। পোর্টালটির ওয়েব ঠিকানা www.purboposhchimbd.com

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।