ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর শহীদ হাদিস পার্কে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।



উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর মো. মাজহারুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক, সাহিত্যানুরাগী মোস্তাইন বিল্লাহ দারা।

বিকেল ৩টায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রভাষক আবুল ফজল। এতে সভাপতিত্ব করবেন সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য কবি সাহিদা আক্তার পুতুল।

সন্ধ্যা ৬টায় দ্বিতীয় অধিবেশনে ‘কাজী নজরুল ইসলাম সাম্যবাদ ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মান্নান।

প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার কবি আবদুস সামাদ। বিশেষ অতিথি থাকবেন লেখক জয়ন্ত চট্টোপাধ্যায়। সভাপতিত্ব করবেন খুলনা সাহিত্য পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন।

এছাড়া ২৮ নভেম্বর সকাল ১০টায় তৃতীয় অধিবেশন শুরু হবে কবিতা পাঠের আসর ও আড্ডা দিয়ে। এতে পরিষদের সহ-সভাপতি কবি রোজী রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর গুলশান আরা বেগম। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ প্রতিদিন-এর বার্তা সম্পাদক কবি কামাল মাহমুদ।

বিকেল ৩টায় ৪র্থ অধিবেশনে প্রধান অতিথি থাকবেন খুলনা-আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী। বিশেষ অতিথি থাকবেন প্রফেসর আনোয়ারুল করিম। সভাপতিত্ব করবেন সাহিত্য পরিষদের সহ-সভাপতি অধ্যাপক রেহেনা বেগম।

সন্ধ্যা ৬টায় পঞ্চম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন প্রফেসর পবিত্র সরকার। বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর হাবিব আর রহমান। এতে সভাপতিত্ব করবেন সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর মো. মাজহারুল ইসলাম।

** সাহিত্য জীবন-মানবতা বোধকে জাগ্রত করে

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা,  নভেম্বর ২৭, ২০১৫
এমআরএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।