ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
সাভারে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান

সাভার (ঢাকা): পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাভারে অবৈধ বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন উচ্ছেদ অভিযান শুরু করেছে সাভার উপজেলা নির্বাচন কমিশন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শাহ আলমের নির্দেশে এ অভিযান চালানো হয়।



উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা ক্যান্টনমেন্ট থানার নির্বাচন কর্মকর্তা এনামুল হক।

এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা থানা বাসস্ট্যান্ড এলাকায় কাউন্সিলর প্রার্থীদের টাঙানো বিপুল পরিমাণ অবৈধ বিলবোড, পোস্টার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও জানায় স্থানীয় নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।