ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় সিএসডি পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
দীঘিনালায় সিএসডি পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় প্রতিবন্ধী ও হত দরিদ্রদের প্রতিষ্ঠান কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড(সিএসডি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।

শুক্রবার(২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি প্রতিষ্ঠান পরিদর্শনে যান।

এ সময় এক মতবিনিময় সভায় তিনি অংশ নেন।

সভায় দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, নির্বাহী কর্মকর্তা ড. মো. শহিদ হোসেন চৌধুরী, প্রবীণ সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. মিজানুর রহমান, সিএসডি’র প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে প্রতিষ্ঠানটির কম্পিউটার, সেলাই, চারুকলা, তাঁতের কাজ প্রশিক্ষণ পরিদর্শন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পিসি/   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।