ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাহিত্য জীবন-মানবতা বোধকে জাগ্রত করে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
সাহিত্য জীবন-মানবতা বোধকে জাগ্রত করে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: সাহিত্য মানুষের জীবনবোধ ও মানবতাবোধকে জাগ্রত করে। আর সততা ও সৌন্দর্য্য সাহিত্যকে সুন্দর করে।

সত্যের পথে অবিচল থেকে লেখার মাধ্যমে তুলে ধরলেই স্বার্থক হয় লেখা।

খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে শহীদ হাদিস পার্কে দুই আয়োজিত দিনব্যাপী সাহিত্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এসব কথা বলেন।

এসময় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য লেখকদের প্রতি আহ্বান জানান গওহর রিজভী।

তিনি বলেন, সাহিত্য চর্চা ও প্রসারে খুলনা সাহিত্য পরিষদ সুদীর্ঘ পথ অতিক্রম করবে এটাই কামনা।

সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাযহারুল হান্নান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনারের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক, সাহিত্যানুরাগী মোস্তাইন বিল্লাহ দারা, খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস ও খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।

খুলনা সাহিত্য পরিষদের প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ।

পরে প্রধান অতিথি সাহিত্য পরিষদের ১৫জন সদস্যের হাতে সম্মাননা এবং কবিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমআরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।