ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

২ বাংলাদেশির মরদেহ ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
২ বাংলাদেশির মরদেহ ফেরত

সাতক্ষীরা: দীর্ঘ অপেক্ষার পর ময়নাতদন্ত শেষে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু রাখাল আব্দুল খালেক ও নজরুলের মরদেহ ফেরত দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপি’র চারাবাড়ি নোম্যানস ল্যান্ডে ভারতের সরুপনগর থানা পুলিশ সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে তাদের মৃতদেহ হস্তান্তর করে।



বাংলাদেশের পক্ষে তাদের মরদেহ গ্রহণ করেন সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মালেক।

এ সময় তলুইগাছা বিজিবি ক্যাম্পের কমান্ডার হায়দার আলী ও ভারতের তারালি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর বিমল কুমার উপস্থিত ছিলেন।

এদের মধ্যে নিহত আব্দুল খালেক কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকার লোকমান সরদারের ছেলে ও নজরুল সদর উপজেলার পাচরখী গ্রামের শের আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মালেক বাংলানিউজকে জানান, আইন প্রক্রিয়া শেষে নজরুল ও খালেকের মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সাতক্ষীরা সীমান্তের বিপরীতে তারালি এলাকায় বিএসএফ’র গুলিতে আব্দুল খালেক ও নজরুল নিহত হন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ২টায় সীমান্তের তলুইগাছা বিওপি’র চারাবাড়ি নোম্যানস ল্যান্ডে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ বাংলাদেশি গরু রাখালদের মরদেহ হস্তান্তরের বিষয়ে সম্মত হলেও আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ ফেরত দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পিসি/

** সাতক্ষীরায় বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকের আহ্বান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।