ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
বান্দরবানে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বান্দরবান: বান্দরবানের স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বান্দরবান পৌরসভার সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের(পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর।

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উত্তরা বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের পরিচালক রহমান মুস্তাফিজ, পিআইবির রিপোর্টার জিলহাজ উদ্দীন নিপুন, কালের কণ্ঠ ও বিটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম মনু প্রমুখ।

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন স্থানীয় সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

গত ২৫ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষন কর্মশালায় সংবাদ সংগ্রহের কৌশল, সংবাদ সম্পাদনা, ফিচার লেখার কৌশল, সাংবাদিকতার নীতিমালা, আইন ও আচরণবিধিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।