ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ফটো জার্নালিস্টদের র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
খুলনায় ফটো জার্নালিস্টদের র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জাতীয় সম্মেলন-২০১৫ সফল করার লক্ষ্যে খুলনা বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি র‌্যালি করা হয়েছে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিভাগীয় ফটো সাংবাদিকরা এ র‌্যালিতে অংশ নেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন- খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, সংসদ সদস্য মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমআরএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।