ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার(২৭ নভেম্বর) বিকেলে শহরের জজ কোর্টের সামনে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গীর মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।

মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাসুদেব কুণ্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহ, সদর উপজেলা সাধারণ সম্পাদক পার্থ সারথী বিশ্বাস, সুপেন বসু, কানু তেওয়াড়ী ও মুকুল সরকার প্রমুখ।

সভা পরিচালনা করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলিপ সরকার। সভা থেকে অবিলম্বে অলোক সেনের ওপর হামলাকারীদের খুঁজে বের করে দ্রুত বিচারের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।