ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভাটারায় স্বামীর শিলনোড়ার আঘাতে স্ত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ভাটারায় স্বামীর শিলনোড়ার আঘাতে স্ত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর ভাটারা থানার জোয়ার সাহারা এলাকায় স্বামীর শিলনোড়ার আঘাতে কুলসুম আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় স্বামী মনজুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।



শনিবার (২৮ নভেম্বর) ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, সকাল ৭টার দিকে জোয়ার সাহারা এলাকার ক-১২৩/এ নূর মসজিদের গলির একটি বাসা থেকে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসজেডএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।