ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আ’লীগের এমপিরা সিইসি’র সাক্ষাতে আসবেন রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আ’লীগের এমপিরা সিইসি’র সাক্ষাতে আসবেন রোববার ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্যরা (এমপি) পৌরসভা নির্বাচন নিয়ে কথা বলতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত করবেন রোববার (২৯ নভেম্বর)।
 
দলটির কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক রিয়াজুল কবীর কাউসার শনিবার (২৮ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন।


 
তিনি বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনের আচরণবিধি নিয়ে কথা বলতে আসছেন তারা। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর)রাতে দলটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
 
নির্বাচনী আচরণবিধিতে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রচারণার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির সজ্ঞায় প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়রকে বুঝিয়েছে ইসি।
 
ফলে আসন্ন পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যরা কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। মূলতঃ তারা যাতে প্রচারণায় অংশ নিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতেই আওয়ামী লীগের সংসদ সদস্যরা সিইসি’র সঙ্গে সাক্ষাত করবেন।
 
ইসি সচিব সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুনেছি আওয়ামী লীগের এমপিরা সিইসি’র সঙ্গে দেখা করতে আসবেন। তবে এখন আমার মতে, নির্বাচনী আচরণবিধি সংশোধনের কোনো সুযোগ নেই। কিন্তু তারা দেখা করলে তো কমিশনকে আলোচনায় বসতেই হবে। এরপর তারাই প্রচারণায় এমপিদের সুযোগ নিয়ে করণীয় ঠিক করবেন।
 
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। আগামী ০৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। আর প্রার্থী মনোনয়নের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ইসিকে জানানোর শেষ সময় ছিলো শনিবার।
 
রিয়াজুল কবীর কাউসার প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম জানিয়ে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চিঠি দিতেই ইসিতে এসেছিলেন। প্রার্থী মনোনয়নে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতা দেওয়ার বিষয়ে সৈয়দ আশরাফের চিঠিটি ইসির উপ-সচিব মো. সামসুল আলমের কাছে হস্তান্তর করেছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।