ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক ইউনিয়ন ঐক্যবদ্ধ করতে চায় একাংশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
সাংবাদিক ইউনিয়ন ঐক্যবদ্ধ করতে চায় একাংশ

ঢাকা: বিভক্ত সাংবাদিক ইউনিয়নকে ঐক্যবদ্ধ করতে যৌথসভা করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।  

শনিবার (২৮ নভেম্বর ) জাতীয় প্রেস ক্লাবে ইউনিয়ন অফিসে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।



ডিইউজে’র সভাপতি এলাহী নেওয়াজ খান সাজুর সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন- জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিইউজে’র সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, সাংবাদিক নেতা সৈয়দ মেজবাহ উদ্দিন, আমিরুল ইসলাম কাগজী, ডিইউজে’র সহ-সভাপতি মাহফুজুর রহমান, আলীমুজ্জামান হারুন, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ ফেরদৌস, আবদুল বাসেত মিয়া, মোস্তফা কামাল, ইদ্রিস মাদ্রাজী প্রমুখ।

বক্তারা অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণা, সব পত্রিকায় অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।