ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২২টি ইউ-লুপ

জুন থেকে নির্মাণ কাজ, জায়গা দিচ্ছে সড়ক ও রেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
জুন থেকে নির্মাণ কাজ, জায়গা দিচ্ছে সড়ক ও রেল ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যানজট নিরসনে গাজীপুর থেকে মহাখালী হয়ে হাতিরঝিল, সাতরাস্তা পর্যন্ত ২২টি ইউ-লুপ স্থাপনের জন্য জায়গা ছাড় দেবে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়। আগামী জুন মাস থেকে ইউ-লুপ নির্মাণে কাজ শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।



শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত ঢাকার যানজট নিরসনকল্পে ইউ-লুপ স্থাপন প্রসঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইউ-লুপ স্থাপনের জন্য জায়গা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।

ওবায়দুল কাদের বলেন, যানজট একটি জাতীয় দুর্ভোগ। প্রতিদিনের এই সমস্যা মধ্যে মধ্যে অসহনীয় অবস্থায় পৌঁছায়। এ অবস্থার অবসান করতেই হবে।

এসময় সেতুমন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করে জায়গা ছেড়ে দেওয়া কথা  জানান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন।

তিনি আরও বলেন, জনগণের ফুটপাত দেখা যায় ‘অন্যরা’ ব্যবহার করছে। দখলের কারণে মানুষ রাস্তায় চলে আসেন জন্য জনজট এবং যানজট তৈরি হয়। এসব দখলের পেছনে রাজনৈতিক মদদ রয়েছে।

কাউন্সিলরদের উদ্যোগ নিয়ে ফুটপাত দখলমুক্ত করার আহ্বান জানান, ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, অবৈধ রিকশায় ভরে গেছে রাজধানী। আর ব্যাটারি চালিত রিকশাগুলো খুবই ‘ডেঞ্জারাস’। এসব রিকশার কোন গতি-গিয়ার নেই। ফলে ইচ্ছ‍ামত চলতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে।

এর আগে ইউ-লুপ স্থাপনের জন্য জায়গা দরকার জানান সিটি মেয়র আনিসুল হক।

তিনি বলেন, গাজীপুর থেকে মহাখালী হয়ে হাতিরঝিল, সাতরাস্তা পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কে ২২টি ইউ-লুপ স্থাপন করলে যানজট প্রায় ২৫ থেকে ৩০ ভাগ কমে যাবে। আর জমি পাওয়া গেলে ছয় মাসের মধ্যে প্রকল্পটি বাস্তাবায়ন করা সম্ভব হবে।

আনিসুল হক জানান, এখানে ৫টি কর্তৃপক্ষের কাছ থেকে ৩৭ দশমিক ০৯ বিঘা জমি প্রয়োজন হবে। এর মধ্যে সড়ক ও জনপথের ৩১ বিঘা, রেলওয়ের ১ দশমিক ৬১ বিঘা এবং সিভিল এভিয়েশনের ১ দশমিক ৮৩ বিঘা জমি রয়েছে। এসব জায়গা একেবারে খালি পড়ে থাকায় অধিগ্রহণের প্রয়োজন হবে না।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বি এম এনামুল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫ আপডেট: ১৮১৫ ঘণ্টা.
এসএ/এটি

** যানজট কমাতে এবার ২২টি ইউ-লুপ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।