ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গুলির ঘটনায় আটক তিনজন রিমাণ্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বগুড়ায় গুলির ঘটনায় আটক তিনজন রিমাণ্ডে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া মসজিদে গুলিতে একজন নিহত ও আহতের ঘটনায় আটক ৬ জনের মধ্যে ৩ জনকে রিমাণ্ডে নিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ৬ জনকে আটক দেখিয়ে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমাণ্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।


 
পরে আদালতের বিচারক শ্যাম সুন্দর শুনানি শেষে আনোয়ার হোসেন ও জুয়েল মিয়াকে ৭দিন ও ইমদাদুল উলুম কওমী মাদ্রাসার অধ্যক্ষ মওলানা সামছুল আলমের ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

আটক অপর ৩ জন হলেন- শিবগঞ্জ উপজেলার গোপিনাথপুর মধ্যপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে মিনহাজ, আলাদিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শাহিনুর, আমতলী এলাকার আবুল কালামের ছেলে রায়হান মিয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মসজিদে গুলি বিস্ফোরণের ঘটনায় রাতেই মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া শিবগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।