ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানবন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বরিশালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানবন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: দিনাজপুরে খ্রিস্টান ধর্ম যাজককে হত্যা চেষ্টা ও ফরিদপুরে সংগঠনের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করার প্রতিবাদে বরিশালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মানববন্ধন করেছে।

শনিবার(২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরণ কুমার দাস বলেন, ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। এরা চাচ্ছে দেশে অশান্ত পরিবেশ তৈরি করতে। যার ধারাবাহিকতায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে খুন জখম করা হচ্ছে। এদের প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি গ্রগতিশীল সব জনতার এগিয়ে আসা উচিত।

এসময় আরও বক্তব্য রাখেন- সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরণ কুমার দাস, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, সংগঠনের সভাপতি মণ্ডলীর সদস্য কোলরেন্স বাবু গোমেজ প্রমুখ।

কর্মসূচিতে সংগঠনের নগর কমিটির সভাপতি মৃণাল সাহা সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।