ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী পৌরসভায় আ’লীগের প্রার্থী আলাউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ফেনী পৌরসভায় আ’লীগের প্রার্থী আলাউদ্দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: আসন্ন ফেনী পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র হাজী আলাউদ্দিনকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার(২৮ নভেম্বর) সন্ধ্যায় ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর মতবিনিময় শেষে এ ঘোষণা দেওয়া হয়।



জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম ও সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সংসদ নিজাম উদ্দিন হাজারী স্বাক্ষরিত এক প্রত্যয়নপত্রের মাধ্যম এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
 
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোনয়ন প্রাপ্ত হাজী আলাউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আগ্রহী হয়ে আমি জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। ফেনী আওয়ামী লীগের কাণ্ডারি নিজাম উদ্দিন হাজারী আমাকে এর আগেও ফেনী পৌরবাসীর সেবা করার সুযোগ দিয়েছিলেন, এবারও দিলেন। আমি তার ও আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের প্রতি চির কৃতজ্ঞ।

চলতি বছরের ১৩ নভেম্বর হাজী আলাউদ্দিন জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পিসি/



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।