ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
খুলনার দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আর নেই লিয়াকত আলী

খুলনা: খুলনার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক আলহাজ্ব লিয়াকত আলী(৭০)আর নেই।

শনিবার(২৮ নভেম্বর)দিবাগত রাত ১২টায় রাজধানীর হলি ফ্যামিলী হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন(ইন্না..... রাজিউন)।



দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।   

লিয়াকত আলী খুলনার ৪৮ বছরের পুরাতন দৈনিক পূর্বাঞ্চলের প্রকাশক ও সম্পাদক। তিনি খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপার্সন ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

মরহুমের আত্মার শান্তিকামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়।  

বাংলাদেশ সময় : ০১১২ ঘণ্টা,  নভেম্বর ২৯, ২০১৫
এমআরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।