ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিএফইউজে যশোরাঞ্চলের নির্বাচন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
বিএফইউজে যশোরাঞ্চলের নির্বাচন সম্পন্ন

যশোর: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যশোরাঞ্চলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেসক্লাব যশোরের হলরুমে এ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।



এতে সহ সভাপতি পদে মনোতোষ বসু ৪৩ ও ওহাবুজ্জামান ঝন্টু ২৮ ভোট, যুগ্ম মহাসচিব পদে মোজাম্মেল হাওলাদার  ৪৬ এবং মল্লিক সুধাংশু ২৩ ভোট পেয়েছেন।

এছাড়াও সদস্যের দুইটি পদে মনিরুজ্জামান মনির ৩৫ ও প্রণব দাস ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল ওহাব মুকুল ২৫, জাহিদুল কবীর মিল্টন ১৭ এবং নূর ইমাম বাবুল পেয়েছেন ১২ ভোট।

সভাপতি পদে আবদুল জলিল ভূঁইয়া ৪৭ ও আলতাফ মাহমুদ ২৪ ভোট, মহাসচিব পদে ওমর ফারুক ৩৩, মেল্লা জালাল ১৯ ও খায়রুজ্জামান কামাল ১৪, কোষাধ্যক্ষ পদে মধুসূদন মন্ডল ৫৬ ও আতাউর রহমান ১৪ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা,  ২৯ নভেম্বর, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।