ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

মনোনয়নপত্র দাখিল ১০ দিন পেছানোর দাবি জাপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
মনোনয়নপত্র দাখিল ১০ দিন পেছানোর দাবি জাপার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় ১০ দিন পেছানোর দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এছাড়া প্রচারণায় এমপিদের অংশগ্রহণের সুযোগ চেয়েছে জাপা।



রোববার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে জাপা মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাবলুর নেতৃত্বে জাপার ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদের বৈঠক শুরু হয়।

প্রতিনিধি দলে ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম ও সাইদুর রহমান টেপা।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ইইউডি/আরএম

** সিইসি’র সঙ্গে বৈঠক চলছে জাপার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।