ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁও ট্রাকস্ট্যান্ড

গুজব ছড়িয়ে উত্তেজনা, আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
গুজব ছড়িয়ে উত্তেজনা, আহত ১ ছবি: মাহমুদ পিয়াস - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় স্থানীয় শ্রমিকরা বাধা দেওয়ায় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় জসিম উদ্দিন (৪০) নামে এক কাভার্ড ভ্যানচালক আহত হয়েছেন।



আহত এই শ্রমিককে নিহত হওয়ার ‘গুজব’ ছড়িয়ে পুলিশের ওপর চড়াও হয়েছেন স্থানীয় শ্রমিকরা। রোববার (২৯ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত জসিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে বাংলানিউজকে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।

এর আগে বেলা ১টার দিকে রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে উত্তেজনা শুরু হয়।

উত্তেজনার এক পর্যায়ে আহত জসিমকে নিহত হওয়ার ‘গুজব’ ছড়িয়ে শ্রমিকরা পুলিশের ওপর চড়াও হন। এতে পুলিশ ও শ্রমিকের মধ্যে দফায়-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা রাস্তার বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা সোয়া ৩টার দিকে রাস্তা ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিলো।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
একে/এজেডএস/টিআই

** অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, আহত ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।