ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
বরগুনায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

বরগুনা: বরগুনা সদর উপজেলার জাকিরতবক গ্রামে হত্যার দায়ে মোতালেব (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

রোববার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান এ রায় ঘোষণা করেন।



রাষ্ট্রপক্ষের আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদার বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি শক্রতার জের ধরে জাকিরতবক গ্রামে খলিল সর্দারের দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় সোহরাব হোসেনকে। ঘটনার পর স্থানীয় লোকজন হত্যাকারী মোতালেবকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

সোহরাবের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ মোতালেবের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানিতে ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আ. আজিজ।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।