ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নির্মাণাধীন কারাগার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
নির্মাণাধীন কারাগার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি গ্রামে ণির্মানাধীন একটি কারাগার ভবন থেকে পড়ে মো. বজলুর রহমান (২৯) নামে এক ‍শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



এরআগে বেলা ১১টার দিকে কারাগারের তিন তলা থেকে ‍পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তিনি চাঁপাইনবাবগঞ্জের মো. তোফাজ্জেল হোসেনের ছেলে।

ওই ভবনে কর্মরত অন্য শ্রমিকরা জানান, সকাল থেকে কারাগারের নির্মাণ কাজ করছিলেন তারা। বেলা ১১টার দিকে বজলুর তিন তলা থেকে হঠাৎ পা ফঁসকে নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা একটি ট্যাংকির উপর পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি।
অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন কারাগারের নির্মাণকাজের ব্যবস্থাপক হাসান আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।