ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিডিআর হত্যাযজ্ঞ আপিল মামলা

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ, আসামিপক্ষের সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ, আসামিপক্ষের সোমবার

ঢাকা: বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাযজ্ঞ মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্ততর্ক উপস্থাপন শেষ হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) থেকে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরুর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

  
 
বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে এবং বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি চলছে। রোববার ( ২৯ নভেম্বর) রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল জানান, সোমবার থেকে আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।