ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীর বিচার দ্রুত শুরু’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
‘পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীর বিচার দ্রুত শুরু’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): পাকিস্তানে অবস্থানরত যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে আশুলিয়ার শ্রীপুরে শিল্প পুলিশ-১’র তিনশ’ জন শিল্প পুলিশ সদস্যের প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।



প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শিমলা চুক্তি অনুযায়ী পাকিস্তানে অবস্থানরত ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়ার কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত শুরু করা হবে।

বর্তমান সরকার কোনো অপরাধকেই প্রশ্রয় দেয় না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

শিল্প পুলিশের ব্যাপারে মন্ত্রী বলেন, পুলিশের এ বাহিনীকে আরও শক্তিশালী করে তোলা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯’র সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সিআইডি প্রধান হেমায়েত উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুজ্জামান ও শিল্প পুলিশ-১’র পরিচালক মোস্তাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে মন্ত্রী শিল্প পুলিশের ৩শ’ জন নবীন সদস্যের এক মাসব্যাপী প্রশিক্ষণ শিবিরের সমাপনীর চৌকস প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শিল্প পুলিশের অংশগ্রহণে এক দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর কারাতে ডিসপ্লে প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা,ডিসেম্বর ১৭,২০১৫
এসএসএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।