ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা বিষয়ক সংলাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
মেহেরপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা বিষয়ক সংলাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে “শিক্ষা ও প্রতিবন্ধিতা ” বিষয়ক জনতার সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় স্থানীয় সংস্থা মানব উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।



কমিউনিটি ওয়াচ গ্রুপের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান, জেলা সমাজ সেবা অফিসার আবু বক্কর সিদ্দীক ও জেলা মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম।

সংলাপের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন, গণস্বাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রেহানা বেগম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএনএসপি’র পরিচালক রফিক জামান।

নির্ধারিত প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, মেহেরপুর পাবলিক প্রশিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য সাংবাদিক রফিকুল আলম ও বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিম প্রমুখ। সংলাপে প্রতিবন্ধী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।