ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‍বগুড়ায় মসজিদে হামলার ঘটনা তদন্তে পুলিশের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
‍বগুড়ায় মসজিদে হামলার ঘটনা তদন্তে পুলিশের কমিটি ফাইল ফটো

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) এ কমিটি গঠন করা হয়।



কমিটির প্রধান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুর রহমান মন্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৫ সদস্যের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আল আসাদ মুহম্মদ মাহফুজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) সাব্বির সরফরাজ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম এবং শিবগঞ্জ থানার ওসি আহসান হাবীব।

এরইমধ্যে এই তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানান আরিফুর রহমান মন্ডল।

সম্প্রতি শিবগঞ্জের শিয়া মসজিদে চালানো হামলায় ওই মসজিদের মুয়াজ্জিন নিহত হন। আহত হন ৩ মুসল্লি।

এদিকে নিরাপত্তা বাহিনীর স্থানীয় সদস্যদের তদন্তের পাশাপাশি ঘটনা তদন্তে ঢাকা থেকে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের দুই সদস্যের একটি দল বগুড়ায় এসেছেন।

ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে চেষ্টা করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
বিএইচ/এমএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।