ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
মণিরামপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের মণিরামপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে মণিরামপুর উপজেলার লাউড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সংরক্ষিত (৪,৫ ও ৬) নম্বর ওয়ার্ড সদস্য তাসলিমা আক্তার(৩৫) ও তার স্বামী উপজেলার রামনগর গ্রামের ওহিদ মুরাদ ওরফে সাগর আলী।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. বজলুর রশীদ সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৪৭৫পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।