ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি বলেছেন, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।

জেলা শিল্পকলা একাডেমিতে রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জাসদের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



এমপি শিরীন আখতার বলেন, ১৯৭২ সালে সমাজতন্ত্রের ঝান্ডা নিয়ে জন্ম নেওয়া জাসদ বৈষম্যহীন সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, দেশ যখন অসম্প্রদায়িকতার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন দেশ বিরোধীরা জঙ্গি ও যুদ্ধাপরাধীদের নিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের সহধর্মিনী লুৎফা তাহের এমপি, জাসদের সাংগঠনিক সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, উপদেষ্টা মো. সলিম উল্লাহ।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মকছুদুর রহমান মানিক, সঞ্চালনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকশি।

এর আগে, শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।