ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় বাসের সঙ্গে ট্যাংক লরি-কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এরা সবাই বাসের যাত্রী বলে জানা গেছে।



সোমবার (৩০ নভেম্বর) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপ-সহকারী পরিচালক মুজিবুর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, ঢাকার দিক থেকে আসা সিলেটমুখী একটি ট্যাংক লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের পেছনে থাকা একটি মাইক্রোবাস ও ট্যাংকলরির পেছনে থাকা কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে পাঁচজন আহত হলেও কেউ নিহত হয়নি।

এলাকাবাসীর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। তারা দুর্ঘটনাকবলিত বাসটির বিভিন্ন স্থানে তল্লাশি করে কাউকে খুঁজে পায়নি। তবে এলাকাবাসীর মাধ্যমে তারা জানতে পারেন, দুর্ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের পাঁচ যাত্রী আহত হয়। তাদের হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটিকে উদ্ধার করে সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. শরীফ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।