ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন (ফাইল ফটো)

ঢাকা: এখন থেকে ১৫শ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু, টানেল, এক্সপ্রেস ওয়ে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে সেতু বিভাগ। এ বিধান রেখে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন ২০১৫-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।



সোমবার  (৩০ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য দেন মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম।

মোহাম্মদ শফিউল আলম বলেন, সংশোধিত খসড়া অনুযায়ী, সেতুর টোল আদায়ের দায়িত্বেও থাকবে সেতু বিভাগ। সেতু সংলগ্ন এলাকায় আইন অমান্য করলে সর্বোচ্চ দশ হাজার টাকার জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে বিরোধ নিষ্পত্তিতে একটি সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।

তিনি বলেন, এক্ষেত্রে আট সদস্যের সচিব কমিটি ও পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হবে। প্রথমে সচিবের আপিল কমিটিতে এটা নিষ্পত্তি না হলে, মন্ত্রিসভা কমিটির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। মন্ত্রণালয় বা বিভাগগুলোকে যাতে আদালতে যেতে না হয়, মূলত এ দৃষ্টিকোণ থেকে এ সম্মতি দেয় মন্ত্রিসভা।

এ সম্মতির ফলে মন্ত্রণালয়গুলোর যে কোনো বিরোধ কমিটির মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
এছাড়া মামলা পরিহারে আপিল বোর্ড গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে নিজেদের বিরোধ নিষ্পত্তি করা হবে।

কমিটির মাধ্যমে সমাধান না হলে উচ্চপর্যায়ের আপিল বোর্ডের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলাদেশ  সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসএমএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।