ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করবে দুদকের গণশুনানি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করবে দুদকের গণশুনানি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি কর্মকর্তাদের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি। আগামী ১০ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সেবা না পাওয়া জনগণের মুখোমুখি হবেন ঢাকার তিনটি অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা।



সোমবার (৩০ নভেম্বর) দুদক আয়োজিত গণশুনানির প্রচারণার উদ্বোধনকালে দুদক কমিশনার (অনুসন্ধান) মো. নাসির উদ্দিন সাংবাদিকদের এ কথা বলেন।

দুদক কমিশনার বলেন, গুলশান, তেজগাঁও ও সূত্রাপুর থানার যেসব বাসিন্দা ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে হয়রানি বা বঞ্চনার শিকার হয়েছেন তারা এ অনুষ্ঠানে হাজির হয়ে প্রশ্ন করতে পারবেন। পরবর্তীতে রাজধানীর অন্যান্য এলাকার বাসিন্দাদের নিয়ে এ আয়োজন করবো।

তিনি বলেন, এর আগে ঢাকার বাইরে ময়মনসিংহ, সাভার, কক্সবাজারে গণশুনানি করা হয়েছে। সেখানে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এবার ঢাকায় গণশুনানি আয়োজন করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এই গণশুনানি বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

দুর্নীতি প্রতিরোধে এবার ভুক্তভোগী সাধারণ মানুষের পক্ষ থেকে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।

প্রচারাভিযানে জানানো হয়, রাজধানীর তেজগাঁও, গুলশান, সূত্রাপুর ও কোতোয়ালি এলাকার ভূমি এবং সাব-রেজিস্ট্রার অফিসের আওতায় দলিল রেজিস্ট্রি, দলিল লেখা, নামজারি, পর্চা, নকল দলিল তোলাসহ সংশ্লিষ্ট যেকোনো অভিযোগ জনসাধারণ গণশুনানিতে জানাতে পারবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) ড. শামসুল আরেফিন, পরিচালক নাসিম আনোয়ার, দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য, শামছুল আলম, আবু বকর সিদ্দিকসহ দুদকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

ব্যতিক্রমী এ প্রচারণায় ব্যবহার করা হয়েছে সুসজ্জিত ৮ থেকে ১০টি ঘোড়ার গাড়ি। যেখান থেকে সাধারণ মানুষকে মাইকে গণশুনানিতে অংশগ্রহণের জন্য আহ্বান ও কোথায় অভিযোগ করতে হবে সে তথ্য জানাতে লিফলেট বিতরণ করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে দুদকের প্রধান কার্যালয় থেকে প্রচারণা শুরু হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় এ প্রচারকাজ চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এডিএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।