ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
পুঠিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুর সড়কের যশোপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় আবদুর রশীদ টুলু নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

টুলুর বাড়ি সাধনপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হাফিজুর রহমান জানান, আবদুর রশীদ বাড়ি থেকে পার্শ্ববর্তী মঙ্গলপাড়ায় যাওয়ার সময় সাধনপুর সড়কে সামনে থেকে যাত্রীবাহী বাস সবুজ বাংলা পরিবহন (মৌলভীবাজার জ-১১-০০৪৮) তাকে চাপা দেয়।

ওই বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি-তদন্ত।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।