ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর কবলে দুই ব্যবসায়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
রাজধানীতে ছিনতাইকারীর কবলে দুই ব্যবসায়ী

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচর ও শনিরআখড়ায় ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই ব্যবসায়ী। তাদের মধ্যে ‍একজন ফল ব্যবসায়ী।

অপরজন ভাঙ্গারি মালামালের ব্যবসা করেন বলে জানা গেছে।

সোমবার (৩০ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে পৃথক স্থানে ঘটনা দু’টি ঘটে।

জানা যায়, কামরাঙ্গীচরের ঝাউলাহাটি এলাকায় আলেয়া মেম্বারের বাড়ির পাশের গলিতে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন ফল ব্যবসায়ী আলী হোসেন (৩৫)। এ সময় ছিনতাইকারীরা সঙ্গে থাকা নগদ বিশ হাজার টাকা ও মোবাইল হ্যান্ডসেট ছিনিয়ে নেয়। ৭-৮ জনের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।

এ সময় ছিনতাইকারীরা সঙ্গে থাকা আলী হোসেনের ভাইকেও অস্ত্রের ‍মুখে জিম্মি করে মারধর করে। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। নবাবপুর সিকশন ঢালে ফল বিক্রি করেন আলী হোসেন।

প্রায় একই সময় শনিরআখড়ায় ছিনতাইকারীর কবলে পড়েন শহীদুল ইসলাম (৪০) নামে এক ভাঙ্গারি মালামালের ব্যবসায়ী। স্থানীয় এ ব্যবসায়ীও বাড়ি যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন।

জানা যায়, রাতে বাড়ি ফেরার সময় শনিরআখড়ার গোবিন্দপুর এলাকায় ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় তার সঙ্গে কিছু না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে ‍যায় দুই ছিনতাইকারী।

আহত শহীদুলের নিটকাত্মীয় এরশাদ ব্যাপারী বাংলানিউজকে বিষয়টি জানান। তিনিও বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।