ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ইজিবাইকের মোটরে চাদর পেঁচিয়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
শরীয়তপুরে ইজিবাইকের মোটরে চাদর পেঁচিয়ে চালক নিহত

শরীয়তপুর: শরীয়তপুরে ব্যাটারি চালিত ইজিবাইকের মোটরে চাদর পেঁচিয়ে চালক নাজমুল সরদার (৪০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শরীয়তপুর শহরের পৌরসভা সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নাজমুল ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরপাইয়াতলী গ্রামের মজিবর সরদারের ছেলে। তিনি শরীয়তপুর সদর উপজেলার আটং গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।
 
শরীয়তপুর সদর হাসপাতাল এলাকায় দায়িত্বরত পুলিশের ডিএসবি আবুল কামাল ও স্থানীয়রা জানায়, শরীয়তপুর কোর্ট এলাকা থেকে যাত্রী নিয়ে পালং উত্তরবাজার যাচ্ছিলেন নাজমুল। পথে পৌরসভা সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে পৌঁছার পর নাজমুলের গলার চাদর ইজিবাইকের মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে নাজমুলের গলায় ফাঁস লেগে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।