ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের ক্যামেরায় দুবাই প্যারেড

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ইউএই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
বাংলানিউজের ক্যামেরায় দুবাই প্যারেড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৪৪তম জাতীয় দিবস ২ ডিসেম্বর। এ উপলক্ষ্যে দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাক্তুম বুলেভার্ড ডাউনটাউনে অনুষ্ঠিত হলো জমকালো প্যারেড।



শনিবার (২৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত প্যারেডে বাংলাদেশসহ প্রায় ৬০টি দেশ অংশ নেয়।

বাংলাদেশ টিমে লাল-সবুজ পাঞ্জাবি ও সাদা রংয়ের পাজামা পরে পুরুষরা এবং বাসন্তী শাড়িতে নারীরা অংশ নেন। তাদের হাতে হাতে শোভা পায় ব্যাট, বল, বাঘসহ বাংলাদেশকে উপস্থাপনকারী বিভিন্ন প্রতীক।

স্বদেশি সংস্কৃতিকে ভিনদেশের মাটিতে উপস্থাপনের জন্য ৩ শতাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে বাংলাদেশের ৬টি দল প্যারেডে অংশ নেয়।

বাংলাদেশ লেখা ৫০ ফুট লম্বা ক্রিকেট ব্যাটটি সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গণমাধ্যমেও স্থান করে নেয়।

আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে আমিরাত সরকারের উদ্যোগে এ বৃহত্তম প্যারেডের আয়োজন করা হয়।

সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, চীন, সেন্ট্রাল আফ্রিকান স্টেটস, ফিলিপাইন, রোমানিয়া, ভারত, শ্রীলংকা, ব্রাজিলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও প্যারেডে অংশ নেয়।



বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।