ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ী অতিক্রম করলো বিবিআইএন মৈত্রী মোটর র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
রাজবাড়ী অতিক্রম করলো বিবিআইএন মৈত্রী মোটর র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালি রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় অতিক্রম করেছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা ৪০ মিনিটের দিকে র‌্যালিটি রাজবাড়ি অতিক্রম করে।



এরপর রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়েনের মজলিশপুর সাইন বোর্ড এলাকা অতিক্রম করে ১২টা ৫৫ মিনিটে।

গাড়ি বহরটি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভাষা সৈনিক গোলাম মওলা রো রো ফেরিতে করে পদ্মা নদী পার হয়। পরে দৌলতদিয়া ঘাটের ৩নম্বর ফেরি ঘাটে নামে।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গাড়ি বহরটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা রাস্তার পাশে ভীড় জমায়।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।